চট্টগ্রামে ওয়াসিম আকরাম ও তারুয়া তরুর স্মৃতিফলক উদ্বোধন

চট্টগ্রাম মহানগরে ‘দেশ রক্ষা তারেক মঞ্চ’-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং আকবর শাহ থানা ছাত্রদলের উদ্যোগে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের পূর্ব ফিরোজ শাহ মিনার মোড়ে ‘জুলাই আন্দোলনে’ শহীদ ওয়াসিম আকরাম ও শহীদ তারুয়া তরুর স্মৃতিফলক উদ্বোধন করা হয়েছে। এ সময় পূর্ব ফিরোজ শাহ মিনারও আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও উদ্বোধন করা হয়।

চট্টগ্রামে ওয়াসিম আকরাম ও তারুয়া তরুর স্মৃতিফলক উদ্বোধন 1

শনিবার (২ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তি। প্রধান অতিথি ছিলেন শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম এবং বিশেষ অতিথি ছিলেন আকবর শাহ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুস সাত্তার সেলিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহ-সভাপতি নুর আহম্মদ গুড্ডু, শাহেদ আকবর, সহ-সভাপতি ফজলুল হক সুমন, উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান চৌধুরী, বিএনপি নেতা মিয়া হারুন, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, বিএনপি নেতা শাহরিয়ার জিয়া, খুলশী থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেন, যুবদল নেতা সাইফুল আলম রুবেল, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শাখাওয়াৎ রাজু, বিএনপি নেতা খালেদ সাইফুল্লাহ, সেলিম উদ্দীন, গাজী ফারুক, মোঃ ইউনুস, মোঃ দিদার, নুর বক্স মিলন, মোঃ হানিফ, মোঃ ইসমাইল, মোঃ মহিউদ্দীন, ছাত্রদল নেতা সালাউদ্দীন সাহেদ, মাস্টার আরিফ, রাজিবুল হক, মোঃ ওমর, মহিলা নেত্রী সখিনা বেগম, সুমি ও শাহাদাত হোসেন।

দিনব্যাপী আয়োজিত মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবায় অংশ নেন ডাঃ শাহ নেওয়াজ সিরাজ মামুন, ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ রিজবী ইফতেখার অমি, ডাঃ মীর ওয়াজেদ অলী, ডাঃ আশরাফুল করিম, ডাঃ রিফাত কামাল ও ডাঃ সাদিয়া এরিন।

শেষে জুলাই আন্দোলনে নিহত দেশের সব শহীদ ও আহতদের জন্য কোরান খতম ও দোয়া পরিচালনা করেন ফিরোজ শাহ বড় মসজিদের পেশ ইমাম।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm