চট্টগ্রামে করোনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চলতি বছর ফের করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর এটিই প্রথম মৃত্যু। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ১০ জন। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭ জন এবং তিনজন উপজেলার।
করোনায় মৃত ব্যক্তির নাম শফিউল ইসলাম (৭৫)। তিনি দীর্ঘদিন ধরে পোস্ট অপারেটিভ ও কিডনি জটিলতায় ভুগছিলেন এবং বেশ কয়েকবার ডায়ালাইসিস করেছিলেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হওয়ার পর তিনি রিলিজ নিয়ে বাড়ি চলে যান। সেখানেই তার মৃত্যু হয়।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের পাঁচ হাসপাতালে ১২০ জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। এর মধ্যে ইম্পেরিয়াল হাসপাতালে ১৫ জনের মধ্যে ৩ জন, মা ও শিশু জেনারেল হাসপাতালে ২৬ জনের মধ্যে ১ জন, এপিক হেলথ কেয়ারে ৩৪ জনের মধ্যে ২ জন, পার্কভিউতে ৩৬ জনের মধ্যে ৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। তবে মেট্রোপলিটন হাসপাতালে ৯ জনের মধ্যে কারও শরীরে করোনা পাওয়া যায়নি।
আক্রান্তদের মধ্যে ৭ জন নগরের বাসিন্দা এবং অপর তিনজন যথাক্রমে কর্ণফুলী, মিরসরাই ও সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
চলতি বছরে চট্টগ্রামে ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২২ জন মহানগরের ও ৬ জন উপজেলার বাসিন্দা।
ডিজে