যুক্তরাজ্যের লন্ডনে এফবিসিসিআই প্রতিনিধি দলের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
লন্ডনের হোয়াইট চ্যাপেলের এক রেস্টুরেন্টে শনিবার (১৪ জুন) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ থেকে আসা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এই প্রতিনিধিদলের সঙ্গে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন যুক্তরাজ্যে বসবাসরত ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ জামান।
আলোচনায় বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার, কম খরচে পণ্য আমদানি-রপ্তানি, প্রবাসীদের ভোটাধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বিশদ আলোচনা হয়। অনুষ্ঠানে লন্ডনের বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক ও সাংগঠনিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউরোপিয়ান বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইস্ট লন্ডনের খ্যাতিমান ব্যবসায়ী মোহাম্মদ শফিউল আলম।
সভায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মাহফুজ খান, সিরাজ ইসলাম, বদরুল আলম নয়ন, আব্দুল জলিল, শেখ মোহাম্মদ নাসের, জাহিদ হাসান সালাউদ্দিন, ইসহাক আলি, জাহিদুল ইসলাম লিটন, শাহিদুল ইসলাম, আতিকুর রহমান ও ফিরোজ জামান।
প্রবাসীদের নানা প্রশ্নের জবাব দেন বাংলাদেশ থেকে আগত এফবিসিসিআই প্রতিনিধি দলের সদস্য ডা. মাহবুব হাফিজ, সাঈদ নজরুল ইসলাম, মোহাম্মদ সোলাইমান ও তানভীর মোহাম্মদ দিপু।
আলোচনার শেষ পর্বে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, “আপনারাই আমাদের রেমিট্যান্স যোদ্ধা। অতীতের চরম রাজনৈতিক অস্থিরতার সময় প্রবাস থেকে রেমিট্যান্স পাঠিয়ে আপনারা দেশের অর্থনীতিকে স্থিতিশীল রেখেছেন। সামনে আমাদের স্বপ্ন—আপনাদের সহযোগিতায় একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।”
অনুষ্ঠানটি সবার অংশগ্রহণে শেষ হয় উৎসবমুখর পরিবেশে।