জাতীয় রাজস্ব বোর্ড (এনআরবি) বিলুপ্ত ঘোষণার পর কলম বিরতি পালন করছেন চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা। মূলত কাস্টম ক্যাডারদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের পালন করা হচ্ছে এ কর্মসূচি। এতে অচলাবস্থা তৈরি হয়েছে কাস্টম হাউস জুড়ে। বন্দরের ইয়ার্ডে আটকা পড়েছে শত শত কনটেইনার। পণ্য খালাস, শুল্কায়ন এবং অন্যান্য দাপ্তরিক কার্যক্রমও বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়। এনআরবি পুনঃবহালের দাবিতে এই কর্মবিরতি ঘোষণা করেন কর্মকর্তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিঅ্যান্ডএফ এজেন্ট জানান, কর্মকর্তারা আছেন। কিন্তু তারা কোনো ফাইলে হাত দিচ্ছেন না। তাই আমরা বসে আছি। কাজ আটকে আছে।
কর্মবিরতি নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে পরিবহন বিভাগের সহকারী টার্মিনাল ম্যানেজার (কন্ট্রোল) রাজীব চৌধুরী জানান, কাস্টমস অফিসারদের কর্মবিরতির কারণে জাহাজ থেকে পণ্য খালাস এবং ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে প্রাইম মুভারদের কর্মবিরতিতে খালাস হওয়া কনটেইনারও বের হচ্ছে না। তাই বন্দরে কনটেইনার জট সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কাস্টমস কর্মকর্তা বলেন, আমরা কাস্টম ক্যাডাররা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কলম বিরতি পালন করছি। কেন্দ্রে থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে, তা আমরা মেনে নিবো।
প্রতিদিন গড়ে প্রায় ৭ হাজার বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল হয়। কর্ম বিরতির কারণে যার কোনোটিই হচ্ছে না বলে জানান তিনি।