তথ্য উপদেষ্টার ওপর হামলায় চট্টগ্রামের সাংবাদিক নেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
রাজধানীতে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৫ মে) এক যুক্ত বিবৃতিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম ও যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক সবুর শুভ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন হল নির্মাণ, ক্যাম্পাস সম্প্রসারণ ও আবাসন সংকট নিরসনের দাবিতে যে আন্দোলন করছিল, তার মধ্যেই গত বুধবার (১৪ মে) রাতে এ ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটে। এটি শুধুমাত্র নিন্দনীয় নয়, বরং রাষ্ট্রীয় প্রতিনিধির ওপর পরিকল্পিত হামলা হিসেবে বিবেচিত হওয়া উচিত এবং কঠোর শাস্তিযোগ্য অপরাধ।
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম শিক্ষার্থীদের দাবির কথা শুনতে ও সংলাপে অংশ নিতে বড় মন নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। এরপরও তার ওপর এমন হামলা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের গভীর চক্রান্তের ইঙ্গিত দেয়।
নেতৃবৃন্দ বলেন, ‘আন্দোলনের নামে সহিংসতা ও বিশৃঙ্খলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা আমাদের গণতান্ত্রিক চর্চাকে প্রশ্নবিদ্ধ করে।’
প্রসঙ্গত, কয়েকটি দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার রাত ১০টার পর কাকরাইল মসজিদের সামনে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি কথা বলার একপর্যায়ে একটি প্লাস্টিকের পানির বোতল উড়ে এসে তার মাথায় পড়ে। এরপর আর কথা না বলে সেখান থেকে চলে যান মাহফুজ আলম।
প্রায় ১৫ মিনিট পরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহফুজ আলম। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে নিজের সন্দেহ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা খুঁজে বের করুন। দেখবেন, একটি গ্রুপকেই পাওয়া যাবে। তাদের নির্দিষ্ট একজন ব্যক্তির প্রতি যে হিংসা আট মাস ধরে রয়েছে এবং তাঁদের যে হিংস্রতা অনলাইনে দেখা যায়, তারা আজকে এখানে এটা করেছেন।’
এদিকে বিভিন্ন দল ও সংগঠন এই ঘটনার নিন্দা জানিয়ে দোষীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।