চট্টগ্রামের জানালীহাট রেলস্টেশনে অবৈধ স্থাপনা দেখে ক্ষোভ ঝারলেন সচিব

চট্টগ্রাম প্রতিদিনে সংবাদ প্রকাশের জের

চট্টগ্রামের জানালীহাট রেলওয়ে স্টেশন এলাকা পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দিপন দেবনাথ। এ সময় তিনি অবৈধ স্থাপনা দেখে ক্ষোভ ঝারেন। এসব উচ্ছেদে তিনি মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

বৃহস্পতিবার (১৫ মে) বিকাল ২টার দিকে তিনি চট্টগ্রাম জানালীহাট স্টেশন পরিদর্শন করেন।

এর আগে বুধবার দৈনিক চট্টগ্রাম প্রতিদিনে জানালীহাট রেল স্টেশনে ‘লোক দেখানো’ উচ্ছেদ অভিযান শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদন প্রকাশের একদিন পর স্টেশন এলাকায় পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দিপন দেবনাথ।

পরিদর্শনের সময় সচিব স্টেশন এলাকায় ঘুরে দেখেন। একদিন আগে উচ্ছেদ অভিযান পরিচালনা করার পরও প্রায় দেড় হাজারের মত অবৈধ স্থাপনা রয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। অভিযানের পরও এসব স্থাপনা বহাল তবিয়তে কিভাবে থাকে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। এসময় তিনি অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা মন্ত্রণালয়ে অবহিত করবেন বলেও জানান।

এর আগে মঙ্গলবার চট্টগ্রাম জানালী হাট স্টেশন এলাকায় সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়। মূলত প্রধান উপদেষ্টার চট্টগ্রাম আগমন উপলক্ষে কাপ্তাই রাস্তার মাথা থেকে কালুরঘাট রেল সেতু পর্যন্ত পর্যন্ত রেললাইনের দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা থাকলেও অভিযানটি ছিল যেন দায়সাড়া। মাত্র ৭-৮ জন আরএনবি সদস্য নিয়ে এ অভিযান চালানো হয়।

এদিকে গত বছরের ডিসেম্বরে রেলপথ মন্ত্রণালয়ের ভূমি শাখা থেকে রেলের জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উচ্ছেদের জন্য ১০ দিনের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

সরেজমিন দেখা গেছে, কাপ্তাই রাস্তার মাথা এলাকায় রেললাইনের দু’পাশে প্রায় তিন শতাধিক দোকান নিয়ে গড়ে উঠেছে কাচাঁবাজার। নির্বিঘ্নে রেল চলাচলে রেললাইনের দুই পাশে লোহার বেড়া দেওয়ার কথা থাকলেও অনেক জায়গায় তা দেওয়া হয়নি। আবার অনেক স্থানে বেড়া দিলেও মাঝখানে চলাচল পথ রাখা হয়েছে। এতে বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি।

এছাড়া স্টেশন এলাকা থেকে কালুরঘাট রেল সেতু পর্যন্ত গড়ে উঠেছে প্রায় ১ হাজার বস্তি ঘর। স্টেশন এলাকায় কাজী বাড়ির সড়কের দু’পাশে গড়ে উঠেছে কয়েকশত দোকান। স্টেশন এলাকায় গড়ে উঠেছে মাদকাসক্ত ও ছিনতাইকারীদের আস্তানা। সন্ধ্যার পর স্টেশন এলাকায় যাত্রী ও সাধারণ লোকজন চলাচল করতে নিরাপদ বোধ করেন না।

এ বিষয়ে যোগাযোগ করা হলে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দিপন দেবনাথ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আজ জানালী হাট স্টেশনে পরিদর্শনে গিয়ে অনেকগুলো অবৈধ স্থাপনা দেখলাম। একদিন আগে উচ্ছেদ অভিযান হলেও কোনো স্থাপনা উচ্ছেদ করা হয়নি। আপনার প্রতিবেদনের মাধ্যমে অবৈধ স্থাপনা বিষয়ে অবগত হয়েছি। এজন্য আপনাকে ধন্যবাদ। আমি এ বিষয়ে মন্ত্রণালয়ে জানাবো।

সিএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm