সীতাকুণ্ডের গোপন কারখানায় তৈরি হচ্ছিল ‘মেইড ইন জাপান’ লেখা বৈদ্যুতিক তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অনুমোদনহীন তিনটি বৈদ্যুতিক ক্যাবল কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও মানহীন বৈদ্যুতিক তার জব্দ করেছে র‍্যাব-৭।

সোমবার (২১ জুলাই) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। উপস্থিত ছিলেন বিএসটিআইর প্রতিনিধিরাও।

র‍্যাব জানায়, সীতাকুণ্ড উপজেলার উত্তর সলিমপুরের আব্দুল্লাঘাট এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই ‘খান জাহান আলী ক্যাবলস’, ‘নোয়াখালী ক্যাবলস’সহ আরও একটি গোপন কারখানায় বৈদ্যুতিক তার তৈরি করা হচ্ছিল। এসব তারে ‘মেইড ইন জাপান’ লেখা জাল সিল বসিয়ে বাজারজাত করা হচ্ছিল। প্রতিষ্ঠানগুলোর কারও বিএসটিআই অনুমোদন বা বৈধ কাগজপত্র ছিল না।

অভিযানে বিপুল পরিমাণ জাল সিলযুক্ত নকল বৈদ্যুতিক তার জব্দ করা হয় এবং তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, কারখানাগুলোতে কোনো বৈধ অনুমোদন ছাড়াই মানহীন ও অগ্নিকাণ্ডের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার তৈরি হচ্ছিল। ভোক্তাদের জীবনের ঝুঁকি এড়াতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম রোধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

র‍্যাব আরও জানায়, ভোক্তা নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজার থেকে নিম্নমানের ও জাল পণ্য নির্মূল করতে নিয়মিতভাবে এমন অভিযান চালানো হবে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm