সাংবাদিক ফারুক মুনিরের পরিবারের পাশে বিএনপি নেতা সাঈদ আল নোমান

পিতা হারানোর শোকে শোকাহত সাংবাদিক ফারুক মুনিরের পরিবারের খোঁজ খবর নিলেন তরুণ বিএনপি নেতা সাঈদ আল নোমান। ফারুক মুনিরের পিতা মনির আহমেদের মৃত্যুতে তিনি শোক জানিয়ে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

রবিবার (২০ জুলাই) দিবাগত রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান প্রথমে মুঠো ফোনে ফারুক মুনিরের পরিবারের খোঁজ খবর নেন। তারপর ছুটে যান তার বাসায়। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ মেহেদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা আরিফুর রহমান মিঠুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় সাঈদ আল নোমান বলেন, পিতার অভাব কোনো কিছুতেই পূরণ হবার নয়। তবুও ধৈর্য ধরে সব কাজ করে যেতে হবে। তিনি মরহুম মনির আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আল্লাহর দরবার তাঁর পরকালীন মুক্তি কামনা করেন।

এই তরুণ নেতা শত ব্যস্ততার মাঝেও মরহুম মনির আহমেদের পরিবারের খোঁজ-খবর নিতে ছুঁটে যাওয়ায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।

প্রসঙ্গত সাংবাদিক ফারুক মুনিরের পিতা মনির আহমেদ গত ১৬ জুলাই ভোর সাড়ে চারটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ঐদিন আসরের নামাজের পর ফেনীর সোনাগাজীতে নিজেদের সামাজিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm