চট্টগ্রামে পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে বিদ্যানন্দের ফ্রি চিকিৎসাসেবা

চট্টগ্রামে পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে চিকিৎসা সেবা দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’। এর আগেও প্লাস্টিকের বিনিময়ে খাবার সরবরাহসহ বিভিন্ন ব্যতিক্রমী কাজ করে আসলেও এবারই প্রথম চিকিৎসা সেবা দিচ্ছে সংগঠনটি।

সোমবার (৮ সেপ্টেম্বর) নগরীর ষোলশহর কসমোপলিটন আবাসিক এলাকায় রোগী দেখে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এ চিকিৎসা কেন্দ্রের কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

এসময় মেয়র শাহাদাত হোসেন বলেন, মানুষের মৌলিক অধিকার চিকিৎসা। কিন্তু সেটা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারছি না। বিদ্যানন্দের এ ধরনের উদ্যোগ দেশে নজির স্থাপন করবে। অর্থের অভাবে যারা চিকিৎসা বঞ্চিত হচ্ছে এ উদ্যোগের কারণে তারা চিকিৎসা সেবা পাবে।

আরও বলেন, প্লাস্টিক দ্রব্যগুলো পঁচনশীল না হওয়ায় পরিবেশে ক্ষতি করে এবং নগরীর জলাবদ্ধতার অন্যতম কারণ এ প্লাস্টিক বর্জ্য। বিদ্যানন্দের এ ধরনের উদ্যোগের কারণে প্লাস্টিকের দূষণ থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে।

এছাড়াও বিদ্যানন্দের এ উদ্যোগে এই চিকিৎসা কেন্দ্রে প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।

সংগঠনটি এর আগে প্লাস্টিকের বিনিময়ে খাবার সরবরাহসহ বিভিন্ন ব্যতিক্রমী কাজ করে আসলেও এবারই প্রথম চিকিৎসা সেবার বিষয়টি এবারই প্রথম বলে জানান সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য জামাল উদ্দিন।

তিনি জানান, নগরীর কসমোপলিটনসহ আরও কয়েকটি কেন্দ্রে এ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালে গাইনি, চক্ষু, মেডিসিনের চিকিৎসক নিয়মিত থাকবেন এবং পাশাপাশি সেখানে ল্যাব সুবিধা ও ফার্মেসিও আছে। চিকিৎসকের পরামর্শপত্রে যেসব ওষুধ উল্লেখ থাকবে সেগুলো প্লাস্টিক পণ্যের মূল্যের বিনিময়ে হাসপাতাল থেকে গ্রহণ করা যাবে।

তিনি আরও জানান, প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে দেশব্যাপী খাদ্যপণ্য বিতরণের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেখানে গত দুই বছরে তারা ২০০ মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে রিসাইকেলিং করা হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm