লোহাগাড়ার ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা পেলো ফলদ ও বনজ গাছের চারা

চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা পেলো বিভিন্ন প্রজাতির সহস্রাধিক ফলদ ও বনজ গাছের চারা।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার লোহাগাড়া সদর এলাকায় লোহাগাড়া ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।

লোহাগাড়া প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এম ডি জুনায়েদ, লোহাগাড়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী।

পরে প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লোহাগাড়া ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের চারপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন অতিথি ও লোহাগাড়া প্রেস ক্লাবের সদস্যরা।

লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ জানান, লোহাগাড়া প্রেস ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি আজ উদ্বোধন হয়েছে। লোহাগাড়া ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর মাঝে সহস্রাধিক বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী জানান, লোহাগাড়া প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে লোহাগাড়া ল্যাবরেটরি স্কুলের চারপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm