চট্টগ্রামে স্কুল থেকে ভাগিনাকে অপহরণ, মামা গ্রেপ্তার নিউমার্কেটে

প্রতিদিনের মতো আজও স্কুলের যায় সাইদুল ইসলাম সায়েম। স্কুলের গিয়ে ক্লাসের করছিল। এর মধ্যে তার মামা আল হাসান খান তাকে ডেকে ক্লাস থেকে বাইরে এনে বলেন, ‘তোমার দাদা মারা গেছেন। তোমার আম্মু নিউমার্কেট গেছেন।’ এরপর তাকে নিউমার্কেট এনে ওষুধ খাওয়াতে চান হাসান। কিন্তু সাইদুল ওষুধ খেতে অস্বীকার করে। সাইদুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ দাবি পাঁচ হাজার টাকা আদায় করেন হাসান। কিন্তু শেষ রক্ষা হয়নি তার।

কর্ণফুলী থানা পুলিশ এক ঘণ্টার মধ্যে অপহরণের শিকার সাইদুলকে উদ্ধার করে বাবা-মায়ের কোলে ফিরিয়ে দেয়।

১৩ অক্টোবর, সোমবার এ ঘটনা ঘটেছে চট্টগ্রামের কর্ণফুলীতে। তবে ১৩ বছরের সাইদুলকে উদ্ধার করা হয়েছে নিউমার্কেট এলাকার স্টেশন রোডের ছোবাহান হোটেলের সামনে থেকে। এ ঘটনায় অপহরণকারী আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পটিয়ার বড়লিয়া এলাকার বাসিন্দা ও ভুক্তভোগী সাইদুলের মামা।

পুলিশ সূত্রে জানা যায়, কর্ণফুলীর সৈন্যারটেক আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজ থেকে সকাল আনুমানিক ১০টার দিকে সাইমকে কৌশলে অপহরণ করেন মামা আল হাসান খান। পরে সাইদুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ চেয়ে ৫ হাজার টাকা আদায় করে। পরে সাইদুলের বাবা থানায় অভিযোগ করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ সাইদুলকে উদ্ধার করে এবং অপহরণকারীকে গ্রেপ্তার করে।

অহরণের শিকার সাইদুল জানায়, আল হাসান আমার ক্লাস শিক্ষককে বলেন, ‘আমার দাদা মারা গেছে’। এই কথা বলে আমাকে শ্রেণিকক্ষ থেকে বের করে আনে। রাস্তায় এসে বলেন, ‘আমার আম্মু নিউমার্কেটে গেছে’। এরপর নিউমার্কেট এনে আমাকে ওষুধ খাওয়াতে চায়, কিন্তু আমি খাইনি।

সাইমের মা ও আত্মীয়রা বলেন, আল্লাহর অনেক রহমতে আমার ছেলেকে পেয়েছি। আর পাঁচ মিনিট দেরী হলে হয়তো তাকে আর পেতাম না। পুলিশের আন্তরিকতায় আমরা আমাদের ছেলেকে ফিরে পেয়েছি।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ বলেন, আজ সকাল ১০টার দিকে মোহাম্মদ মোজাম্মেল হক নামে এক ভদ্রলোক তার ছেলে অপহরণের অভিযোগ করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।

এমএ/ডিজে

ksrm