সাতকানিয়ায় গাড়ি সরাতে বলায় পুলিশ সদস্যের মাথা ফাটালো বিক্রয় প্রতিনিধি

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় এক বিক্রয় প্রতিনিধির হামলায় রক্তাক্ত হলেন ট্রাফিক পুলিশের এক কনস্টেবল। গাড়ি মহাসড়কের ওপর দাঁড় করিয়ে রাখতে নিষেধ করায় তার ওপর হামলা করে এক বিক্রয় প্রতিনিধি।

আহত ট্রাফিক পুলিশ কনস্টেবলের নাম মো. আজাদ উদ্দিন (৩৮)। তার মাথায় দুটি সেলাই দিতে হয়েছে এবং সাতকানিয়া স্বাস্থ্য ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে কেঁওচিয়া ইউনিয়নের কেরানীহাট হক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

আজাদ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বিবিরহাট গ্রামের বাসিন্দা এবং এক বছর ধরে কেরানীহাট ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত আছেন।

অভিযুক্ত বিক্রয় প্রতিনিধি আবু বক্কর (৩২) ঢেমশা ইউনিয়নের নাপিতের চর এলাকার সোনা মিয়ার ছেলে।

কনস্টেবল আজাদ বলেন, বিক্রয় প্রতিনিধি আবু বক্কর মহাসড়কে কভার্ড ভ্যান রেখে দোকানে পণ্য দিচ্ছিলেন। আমি তাকে গাড়ি সরাতে বললে ক্ষিপ্ত হয়ে গালাগাল শুরু করেন। পরে মোবাইলে ভিডিও করতে শুরু করেন। বাধা দিলে তিনি একটি স্টিলের টুল দিয়ে আমার মাথায় আঘাত করেন। মাথা থেকে রক্ত ঝরতে থাকে, সহকর্মীরা আমাকে হাসপাতালে নেয়।

কেরানীহাট ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) নূরে আলম সিদ্দিকী বলেন, গাড়ি সরাতে বলা নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর বিক্রয় প্রতিনিধি আবার এসে পুলিশকে গালিগালাজ ও ভিডিও করতে থাকে। ধস্তাধস্তির এক পর্যায়ে কনস্টেবল আজাদের মাথায় টুল দিয়ে আঘাত করা হয়।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, রক্তাক্ত অবস্থায় পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়, মাথায় দুটি সেলাই দেওয়া হয়েছে। ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে। অবস্থার অবনতি হলে সিটিস্ক্যান ও উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হবে।

আহত কনস্টেবল আজাদ উদ্দিন বাদি হয়ে বিক্রয় প্রতিনিধি আবু বক্করকে আসামি করে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হামলাকারীকে গ্রেপ্তার করে।

এএইচ/ডিজে

ksrm