চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে জনসেবামূলক সামাজিক সংগঠন ‘পটিয়া হাজী নুরুল হক ট্রাস্ট’।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ভেল্লাপাড়া এলাকায় মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন স্থানীয় জনসাধারণ, শিক্ষক–শিক্ষার্থী, ট্রাস্টের কর্মকর্তা, সদস্য এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রধান সমন্বয়ক ইয়াসিন ফিরুজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমা গ্রুপের পরিচালক ও ট্রাস্টি নাজমুল হক রিপন। তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া থেকে চকরিয়া পর্যন্ত প্রতিদিন দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এশিয়ান হাইওয়ের এই গুরুত্বপূর্ণ সড়কটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সম্প্রতি ভেল্লাপাড়া ব্রিজের কাছে এক নারী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। প্রশ্ন হচ্ছে—আর কত প্রাণ গেলে সরকারের টনক নড়বে?
তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে আমরা এই সড়কটি ৬ লেনে উন্নীত করার দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো উদ্যোগ নেই। চালকদের বেপরোয়া গতি, সরু রাস্তা ও আলোহীনতা দুর্ঘটনার মূল কারণ। এখনই স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং, সতর্ক সাইনবোর্ড ও পর্যাপ্ত আলোকসজ্জা স্থাপন জরুরি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এসএ নুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, কৈয়গ্রাম ছাবেরিয়া খলিলিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আহমেদ কবির,হক এন্টারপ্রাইজের পরিচালক ও ট্রাস্টি মো. আকিবুল হক আকিব এবং আরও অনেকে।
এএইচ/ডিজে