চট্টগ্রাম রেঞ্জ রেলওয়ে পুলিশের এক কনস্টেবলকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গ্রেপ্তার কনস্টেবলের নাম মো. মহিবুর রহমান রিমন (৩১)। তিনি চাঁদপুর ইউনিটে কর্মরত আছেন।
রোববার (১২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-কোটচাঁদপুর-মাগুরা মহাসড়কের মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশনের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রিমন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাছিজিদ এলাকার বাসিন্দা ও মো. শাহ আলমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কনস্টেবল রিমন (সোহাগ পরিবহন) নামের একটি যাত্রীবাহী বাসে করে ইয়াবা বহন করছিলেন। রাত সাড়ে ৯টার দিকে বাসটি থামিয়ে তার দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিমন ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিএনসি। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেএস/এএইচ/ডিজে