চট্টগ্রামে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় এক মাদ্রাসা শিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. ইসমাইল (৪৬)। তিনি চট্টগ্রাম নগরীর একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক ও চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বার বাসিন্দা।
সোমবার (১৩ অক্টোবর) বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ চট্টগ্রামের বিচারক সাইদুর রহমান গাজী এই রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ সরকারি কৌঁসুলি আকবর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর ১২ বছর বয়সী মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ করে ওই মাদ্রাসার শিক্ষক ইসমাইল। পরে বিষয়টি ছাত্রের পরিবার ও শিক্ষকদের মধ্যে জানাজানি হলে এই ঘটনায় শিক্ষার্থীর মা বাদি হয়ে চকবাজার থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে শিক্ষককে আসামি করে অভিযোগপত্র দেয়। নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।
ধর্ষণের মামলায় আদালত আসামি মাদ্রাসার শিক্ষককে মৃত্যুদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
আইএমই/ডিজে