কক্সবাজার ইয়োগা একাডেমির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি

কক্সবাজার ইয়োগা একাডেমির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সরওয়ার উদ্দিন মো. জুনায়েদকে আহ্বায়ক, সাংবাদিক বলরাম দাশ অনুপম ও হামিদুল ইসলাম পুতুকে যুগ্ম আহ্বায়ক এবং মো. ফরিদুল আলমকে সদস্য সচিব করা হয়েছে।

সম্প্রতি এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের ইনডোর স্টেডিয়ামে। সভায় সভাপতিত্ব করেন মো. ছিদ্দিকুল ইসলাম।

সভায় সবার সম্মতিতে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—মো. ছিদ্দিকুল ইসলাম, আরাফাত সাইফুল আদর, খায়রুল হাসান মনি, রাশেদুল আলম রিপন, মো. সাইফুদ্দিন, হাবিবুর রহমান, ও মো. হোসাইন রুবেল।

সভায় বক্তারা বলেন, ইয়োগা কেবল শরীরচর্চা নয়, এটি আত্মশুদ্ধি ও মানসিক প্রশান্তির এক বিজ্ঞান। নতুন কমিটির নেতৃত্বে কক্সবাজার ইয়োগা একাডেমি সমাজে সুস্থ জীবনযাপনের বার্তা আরও দূরে ছড়িয়ে দেবে।

ksrm