চট্টগ্রামের সাতকানিয়ার মাদার্শায় বার আউলিয়া ইসলামিক কমপ্লেক্সের ১৫তম বার্ষিক সভা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) মাদার্শা ইউনিয়নের বার আউলিয়া ইসলামিক কমপ্লেক্স মাঠে এই বার্ষিক সভার আয়োজন করা হয়।
কমপ্লেক্সের সভাপতি বশির উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং কমপ্লেক্সের খতিব মাওলানা জালাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা মুজিবুর রহমান।
প্রধান অতিথি বলেন, দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। এই মাদ্রাসা থেকে হাফেজ আলেম হয়ে দ্বীনের খেদমতে ভুমিকা রাখবে। আলেমরা কোরানের সঠিক তফসির করে, সমাজের প্রতিটি জায়গায় ওয়ায়েজ মাহফিলে আলোচনা করলে সমাজে বিশৃঙ্খলা-হানাহানি কমে যাবে এবং সমাজে শান্তি ফিরে আসবে।
সভায় প্রধান ওয়ায়েজ ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সেক্রেটারি মোজাম্মেল হক। বিশেষ ওয়ায়েজ ছিলেন আসহাব উদ্দিন আল আজাদ।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জামাল হোসেন সিকদার, আবদুল কাইয়ুম, ফরিদ মেম্বার, মো. জকরিয়া, আব্বাস, রুবেল, এনাম, জাহাঙ্গীর, আবুল হাশেম, কমপ্লেক্সের সাবেক সভাপতি জামাল হোসেন, আলী আহমদ, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ হাসান, কামাল উদ্দিন, মোহাম্মদ হেলাল, আবদুল গফুর, মোহাম্মদ ফয়সাল, সাহাদত হোসেন, আবদুল মালেক, আবুল হোসেনসহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
সভায় ইসলামী সংগীত পরিবেশন করে আল মদিনা শিল্পী গোষ্ঠী।