চট্টগ্রাম নগরে ট্রাফিক আইন না মানায় ৩৬ গাড়িকে অর্থদণ্ড ৬২ হাজার

কাগজপত্রবিহীন ও ট্রাফিক আইন না মানার অপরাধে পৃথক অভিযানে ৩৬টি গাড়ি থেকে ৬২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে নগরীর ফৌজদারহাট ও মইজ্জ্যারটেকে এ অভিযান চালায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে অভিযানে নতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া।

অভিযানে নিয়ম না মেনে গাড়ি চালানোর অপরাধে ২১টি গাড়ির চালককে মামলা দিয়ে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জ্যারটেকে অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা। অভিযানে গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় ও নিয়ম না মানায় ১৫টি গাড়ির চালক থেকে ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm