টেকনাফে ডাকাতের বাড়ি থেকে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩০ লাখ টাকা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে হারুন ডাকাতের বাড়ি থেকে অভিযান চালিয়েছে নৌবাহিনী ও কোস্ট গার্ড। অভিযান দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ নগদ ৩০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) মধ্যরাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকার কুখ্যাত হারুন ডাকাতের বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে জানায় নৌবাহিনী।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে হারুন ডাকাতের বাড়িতে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে বাড়িতে তল্লাশি চালিয়ে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড তাজা গুলি, ৫ টি দেশীয় ধারালো অস্ত্র, নগদ ৩০ লাখ টাকা, স্বর্ণালংকার, একাধিক চেকবই ও ২০ টি সিমকার্ড উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র টেকনাফ থানায় এবং নগদ টাকা ও স্বর্ণ টেকনাফ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm