চন্দনাইশের শ্রীশ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমে বাসন্তী পূজা শুরু

চট্টগ্রামের চন্দনাইশের শ্রীশ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী বাসন্তী পূজা।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) অশোক ষষ্ঠীতে দেবীর অধিবাসের মধ্যদিয়ে মধ্যদিয়ে পূজার সূচনা হয়।

শুক্রবার মহাসপ্তমীতে লোকনাথ বাবার বাল্যভোগ, আরতি, গীতাপাঠ, চণ্ডীপাঠ, গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা হবে।

শনিবার মহাঅষ্টমীতে সকালে বাল্যভোগ, আরতি, গীতাপাঠ, চণ্ডীপাঠ ও সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া রাতে আরতি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার মহানবমীতে বাবার বাল্যভোগ, গীতাপাঠ, চণ্ডীযজ্ঞ ও মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। রাতে আরতি প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

পরদিন বিজয়া দশমীতে দুর্গাদেবীর বিসর্জন সম্পন্ন হবে।

বাসন্তী পূজায় অনুষ্ঠানের পৌরহিত্য করবেন সেবাশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীশ্রী অজপানন্দ ব্রহ্মচারী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm