হাটহাজারী থেকে কাপ্তাইয়ে ভাড়া এনে নিখোঁজ চালক, অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী থেকে রাঙামাটির কাপ্তাইয়ে ভাড়া নিয়ে এসে নিখোঁজ হয়েছেন এক সিএনজি অটোরিকশা চালক। ২৪ ঘণ্টায়ও খোঁজ না পাওয়ায় চালকের স্ত্রী কাপ্তাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে কাপ্তাই থানা পুলিশ সিএনজি অটোরিকশাটি ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বালুচর এলাকা থেকে উদ্ধার করেছে। এর আগে দুপুর ১টার দিকে জিডি করেন চালকের স্ত্রী জেসমিন আক্তার।

নিখোঁজ সিএনজি চালকের নাম মো. ফারুক (৪২)। তিনি হাটহাজারীর কুয়াইশের ১৪ নম্বর শিকারপুর ইউনিয়নে কুয়াইশ রাজামিয়া সওদাগর বাড়ির বাসিন্দা।

জিডিতে জেসমিন উল্লেখ করেন, তার স্বামী মো. ফারুক (৪২) পেশায় একজন সিএনজিচালক। তিনি বুধবার হাটহাজারী থেকে ভাড়া নিয়ে কাপ্তাই নতুন বাজারে আসেন। কিন্তু একদিন অতিবাহিত হলেও নিজঘর হাটহাজারীর ১৪ নম্বর শিকারপুর ইউনিয়নে কুয়াইশ রাজামিয়া সওদাগর বাড়িতে আর ফেরেননি। ফারুকের একটি পা ভাঙা।

এদিকে পুলিশ জানিয়েছে, জিডি করা পর কাপ্তাই থানার ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বালুচর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সিএনজিটি উদ্ধার করা হয়। সিএনজির ওপরের চালার রেক্সিন ছেঁড়া ছিল। গাড়ির নম্বর (চট্টমেট্রো-থ ১২-২৫৮২)। কিন্তু সেখানে চালকের খোঁজ পাওয়া যায়নি।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ জানান, চালককে উদ্ধার কাজ করছে পুলিশ।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm