চট্টগ্রাম বন্দরে প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ পণ্য পরিবহন

সংগঠনের সভাপতিকে মারধর

চট্টগ্রাম নগরীতে প্রাইমমুভারের চালক ও একটি শ্রমিক সংগঠনের সভাপতিকে পিটুনি ও হয়রানির ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে বন্দরকেন্দ্রিক প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন। এই আন্দোলনে সংহতি জানিয়ে কর্মবিরতি পালন করছে ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড, ডাম ট্রাক শ্রমিকেরা। এতে বন্দরে পণ্য পরিবহনের কনটেইনার আনা-নেওয়া বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৬টা থেকে তাদের এ কর্মবিরতি চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড, ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের।

ঘটনার শুরু যেভাবে

সংগঠনটির নেতারা জানান, মঙ্গলবার রাতে আগ্রাবাদে ছুরিকাহত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার জন্য একটি প্রাইম মুভার গাড়ি থামায় ডবলমুরিং থানা পুলিশ। এত বড় গাড়িতে রোগী পরিবহন সম্ভব না জানালে ক্ষিপ্ত হয়ে থানার ওসিসহ আরও কয়েকজন পুলিশ সদস্য সংগঠনের সভাপতি সেলিম খান, চালক দেলোয়ার ও ফয়সালকে মারধর করে। এর প্রতিবাদেই সংগঠনটির পক্ষ থেকে বুধবার কর্মবিরতির ডাক দেওয়া হয়।

শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সাধারণ সম্পাদক আবুল খায়ের জানান, আমরা বন্দর জোনের উপ-কমিশনারের কার্যালয়ে এসেছি। আমাদের আন্দোলন চলমান রয়েছে। আমরা কাঙ্ক্ষিত আশ্বাস পেলেই কর্মবিরতি প্রত্যাহার করে নেব।

দেশের আমদানি-রপ্তানি পণ্যের ৯৯ শতাংশ কনটেইনারের মাধ্যমে পরিবহন হয়। চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৭ হাজার প্রাইম মুভার কনটেইনার পরিবহনে কাজ করে। দেশব্যাপী প্রায় ১৫ হাজার প্রাইম মুভার গাড়ি কনটেইনার পরিবহনে সক্রিয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm