চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক কলহের জেরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না জড়িয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৫ মে) উপজেলার নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম মরফলা গ্রামের কাশেম ডাক্তারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম ঝিনুক আকতার (২৪)। তিনি ওই এলাকার প্রবাসী মাহবুব আলমের স্ত্রী। তার দুটি ছেলে সন্তান রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঝিনুক আকতারের সঙ্গে তার প্রবাসী স্বামী মাহবুব আলমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে বৃহস্পতিবার শ্বশুরবাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে নিজের ব্যবহৃত ওড়না ফ্যানের সিলিংয়ের সঙ্গে পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
খবর পেয়ে সাতকানিয়া থানার ঢেমশা চৌধুরীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা ওই এলাকায় যান। সেখানে গিয়ে রুমের দরজা ভেঙে তাো লাশ উদ্ধার। পরে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢেমশা চৌধুরীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ডালিম উদ্দিন তালুকদার বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে রুমের দরজা ভেঙে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করতে পারেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
ডিজে