চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এয়ারকন্ডিশনার (এসি) মেরামত করার সময় বিস্ফোরণে গণপূর্তের তিন টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে হাসপাতালের ছয় তলার গাইনি ওয়ার্ডে এসি মেরামতের কাজ করছিলেন তারা।
আহত তিনজন হলেন—শাখাওয়াত, তানভীর ও মিসকাত।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।
নুরুল আলম আশেক বলেন, মেডিকেলের ছয় তলায় এসি মেরামতের কাজ করতে গিয়ে বিস্ফোরণ ঘটে। এতে গণপূর্তের ৩ টেকনিশিয়ান আহত হয়েছেন।
তিনি আরও বলেন, আহতদের ক্যাজুয়িলিটি ও বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদুন্নবী নবী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এসি বিস্ফোরণে দগ্ধ মিসকাত ও তানভীরকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। তানভীরের ২০ শতাংশ ও মিসকাতের ৩০ শতাংশ পুড়ে গেছে। দুজনের অবস্থা এ মুহূর্তে স্থিতিশীল না। দুজনেরই শ্বাসকস্ট শুরু হয়ে গিয়েছে। দুজনকেই আইসিইউ রেফার্ড করা হয়েছে।’
আইএমই/ডিজে