চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির গ্র্যান্ড রিইউনিয়নের নিবন্ধন উদ্বোধন

চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির বহুল প্রতীক্ষিত ‘গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৬’-এর নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সমিতির সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. এসএম তারেক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসীমউদ্দীন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. তসলিম উদ্দিন, অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, উপাধ্যক্ষ ডা. আব্দুর রব, সমিতির সাধারণ সম্পাদক ডা. আশরাফুল কবির ভূঁইয়া, কোষাধ্যক্ষ ডা. তমিজ উদ্দিন মানিক, ডা. খুরশিদ জামিল, ডা. জসীমউদ্দিনসহ অনেকে।

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাশ করা চিকিৎসকদের অবদান গুরুত্বপূর্ণ। এই রিইউনিয়ন চিকিৎসকদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে এবং ভবিষ্যতে জাতীয় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টাকে শক্তিশালী করবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm