সাতকানিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আরোহীর মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় বালুবোঝাই ডাম্পার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম মো. সম্রাট (২২)। তিনি সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়া মরফলা বাজার এলাকার আবু তাহেরের ছেলে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকার দোহাজারী বিদ্যুৎ সরবরাহ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দোহাজারী বিদ্যুৎ সরবরাহ অফিসের সামনে কক্সবাজারগামী বালুবোঝাই ডাম্পার ট্রাকের সঙ্গে চট্টগ্রামগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সম্রাট রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. টিপু মজুমদার জানান, হাসপাতালে আনার আগেই সম্রাটের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার এসআই মহিউদ্দিন ভূইয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহত সম্রাটের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডাম্পার ট্রাক ও মোটর সাইকেল দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ডাম্পার ট্রাক ও মোটরসাইকেল দোহাজারী হাইওয়ে থানায় আটক রয়েছে। ডাম্পার ট্রাকের চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm