চন্দনাইশের রাধামাধব সেবাশ্রমে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রায় ৫ দিনব্যাপী নানান আয়োজন

চট্টগ্রামের চন্দনাইশে শ্রীশ্রী রাধামাধব সেবাশ্রমে (হরিমন্দির) শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রায় পাঁচ দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

৫ আগস্ট থেকে ৯ আগস্ট (শনিবার) পর্যন্ত মন্দিরে প্রতিদিন পূজা, কীর্তনসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হবে।

আগামীকাল ৭ আগস্ট মন্দিরে তুলসী দান ও ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে। এছাড়া দুপুরে ভক্তদের উদ্দেশে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

৯ আগস্ট রাখী বন্ধনের মধ্যদিয়ে ঝুলন যাত্রার সমাপন হবে।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দোলন দেব ভক্তদের উৎসবে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm