চট্টগ্রামের চন্দনাইশে শ্রীশ্রী রাধামাধব সেবাশ্রমে (হরিমন্দির) শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রায় পাঁচ দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৫ আগস্ট থেকে ৯ আগস্ট (শনিবার) পর্যন্ত মন্দিরে প্রতিদিন পূজা, কীর্তনসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হবে।
আগামীকাল ৭ আগস্ট মন্দিরে তুলসী দান ও ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে। এছাড়া দুপুরে ভক্তদের উদ্দেশে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
৯ আগস্ট রাখী বন্ধনের মধ্যদিয়ে ঝুলন যাত্রার সমাপন হবে।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দোলন দেব ভক্তদের উৎসবে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।