সাতকানিয়ার দুই পল্লী চিকিৎসক দেন জটিল রোগের চিকিৎসা, করেন অপারেশনও

চট্টগ্রামের সাতকানিয়ায় বিধিবহির্ভূতভাবে বিভিন্ন অপারেশন পরিচালনা, এন্টিবায়োটিকসহ জীবন রক্ষাকারী ওষধের যথেচ্ছ ব্যবহারের কারণে দুই পল্লী চিকিৎসককে জরিমানা করা হয়েছে। কোনো বিশেষজ্ঞ ডিগ্রি না থাকা সত্ত্বেও নিজেদের বিভিন্ন জটিল ও কঠিন রোগের বিশেষজ্ঞ বলে পরিচয় দিতেন তারা। ভ্রাম্যাণ আদালত তাদের লাখ টাকা জরিমানা করেছেন।

দুই পল্লী চিকিৎসক হলেন—মো. এহসান হাবীব ও সুকুমার দে।

বুধবার (৬ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার ঠাকুরদীঘির পাড় এলাকার মসজিদ মার্কেটের আন-নুর সেবা সেন্টার ও ছমদিয়া পুকুর পাড় এলাকার মেডিকেল সেন্টার ফার্মেসিতে ওই দুই পল্লী চিকিৎসকের চেম্বারে অভিযান পরিচালনা করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মো. এহসান হাবীব ও সুকুমার দে নামে দুই পল্লী চিকিৎসক বিধিবহির্ভূতভাবে বিভিন্ন অপারেশন পরিচালনা, এন্টিবায়োটিকসহ জীবন রক্ষাকারী ওষুধের যথেচ্ছ ব্যবহার, কোনো বিশেষজ্ঞ ডিগ্রি না থাকা সত্ত্বেও নিজেদের বিভিন্ন জটিল ও কঠিন রোগের বিশেষজ্ঞ বলে প্রচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের চেম্বারে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানে তাদের অর্থদণ্ডের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড জড়িত না হওয়ার শর্তে অঙ্গীকারপত্র নেওয়া হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ওই দুই পল্লী চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। তাই তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm