চট্টগ্রামের বাকলিয়ায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক মা ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক ছিলেন তারা।
শনিবার (৫ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া ও কর্ণফুলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দু’জন হলেন—বাকলিয়ার চাক্তাই ঝর্ণা মার্কেট এলাকার মৃত মো. ইলিয়াসের ছেলে মো. আইয়ুব (৩৫) এবং তার মা জোহরা খাতুন (৫৮)।
তারা দুজনেই বাকলিয়া থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ‘শনিবার দিবাগত রাত ১টার দিকে বড় কবরস্থান এলাকা ও কর্ণফুলীর কালারপোল এলাকায় অভিযান চালিয়ে আমরা সাজাপ্রাপ্ত মা-ছেলেকে গ্রেপ্তার করি। আদালতের রায়ের পর তারা পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।’
জানা গেছে, মা-ছেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলার তথ্য যাচাই করছে পুলিশ।
স্থানীয়রা জানান, এই পরিবারটি একসময় এলাকাতেই মাদক ব্যবসার জন্য ‘গোডাউন হাউজ’ নামে পরিচিত ছিল। দীর্ঘদিন তাদের দেখা না গেলেও সম্প্রতি তারা ফের এলাকায় ঘোরাফেরা শুরু করলে স্থানীয়দের সন্দেহ হয়।
জেজে/ডিজে