চন্দনাইশের কৃতিসন্তান, সাহিত্যিক আহমদ ছফার ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকালে চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা
গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। এ সময় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।
চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সভাপতি শাহজাহান আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মতিন।
বিশেষ অতিথি ছিলেন লেখক মাজহার হেলাল, সংগঠক মো. টিপু সুলতান, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা মো. নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক যথাক্রমে মিতা বড়ুয়া, আবদুল আজিজ, রনজিৎ কুমার দে, বিজন চক্রবর্তী, সংগঠক লোকমান হাকিম, শিক্ষক মো. তারেক, মাওলানা মোহাম্মদ জুনায়েদ।
এ উপলক্ষে দক্ষিণ গাছবাড়িয়া রহমানিয়া আহমদীয়া এএস (স্বতন্ত্র) ইবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানায় খতমে কোরআন ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, চন্দনাইশের সন্তান বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া আহমদ ছফা একজন বহুমুখী প্রতিভার অধিকারী, স্পষ্টভাষী সাহিত্যিক ছিলেন। বাংলাদেশ যতদিন থাকবে, বাংলা ভাষা যতদিন থাকবে, তিনি স্ব-মহিমায় উজ্জ্বল হয়ে থাকবেন। আহমদ ছফা লেখা সাহিত্যকর্ম বিশ্ব সাহিত্যের অনন্য সম্পদ।
বক্তারা সাহিত্যিক আহমদ ছফার অনবদ্য সাহিত্য তথা সৃষ্টিকর্মের কথা উল্লেখ করে বলেন, শুধু বাংলা সাহিত্য নয়, বিশ্ব সাহিত্যাঙ্গণে তিনি নিজ প্রতিভার গুণে স্থায়ী আসন দখল করেছেন। স্মৃতি রক্ষার্থে তাঁর নামে চন্দনাইশ-চট্টগ্রামে একটি একাডেমি প্রতিষ্ঠার জোর দাবি জানাচ্ছি।