চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় নিখোঁজের একদিন পর ১০ বছরের শিশু মো. জিহাদের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
রোববার (২৭ জুলাই) দুপুরে স্থানীয় শাহ আলম মেম্বারের বাড়ির পুকুরে লাশটি ভেসে উঠলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, শনিবার বিকেল ৪টার পর থেকে নিখোঁজ ছিল জিহাদ। খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল পরিবার। শেষ পর্যন্ত রোববার একটায় পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
জিহাদ ওই এলাকার মৃত আব্দুল নবীর ছেলে। বাবার মৃত্যুর পর থেকে মা ছেনু আক্তার একাই লালন-পালন করছিলেন তাকে। কান্নাজড়িত কণ্ঠে ছেনু আক্তার বলেন, জিহাদ মৃগীরোগে আক্রান্ত ছিল। চিকিৎসার সামর্থ্য ছিল না। ও নিখোঁজ হওয়ার পর অনেক খুঁজি। শেষমেষ পুকুরে পেলাম। আমার কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
জেজে/ডিজে