চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্র-গুলিসহ দু’জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৩ রাউন্ড ৭.৬২ রাইফেলের গুলি এবং একটি সাদা কাপড়ের শপিং ব্যাগ হাতে ১টি লোহার সাবাল (রড) ও ১টি রড কাটার হেস্কু ব্লেডের মেশিন উদ্ধার করা হয়।
সোমবার (১৯ মে) মধ্যরাত ১টার দিকে লোহাগাড়া থানার চুনতি ইউপিস্থ চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন—কক্সবাজার জেলার মহেশখালী থানার সাপমারা ডেইল ৯ নম্বর ওয়ার্ডের মৃত আছত আলীর ছেলে জিয়াবুল হক (২৫) এবং চকরিয়ার বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছনুয়াপাড়া এলাকার ছমির উদ্দিনের ছেলে মোহাম্মদ সাকিব (১৯)।
পুলিশ জানায়, একটি পুলিশি টিম লোহাগাড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি পালন করছিল। এ সময় দুই ব্যক্তি অস্ত্র নিয়ে চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর অবস্থান করছে বলে গোপন সংবাদ জানতে পারি। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে ধরতে গেলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের ফোর্সের সহায়তায় আটক করা হয়।
এসময় তাদের দেহে তল্লাশি চালিয়ে কোমরে গুজানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি (আগ্নেয়াস্ত্র), ৩ রাউন্ড ৭.৬২ রাইফেলের গুলি এবং একটি সাদা কাপড়ের শপিং ব্যাগ হাতে ১টি লোহার সাবাল (রড) ও ১টি রড কাটার হেস্কু ব্লেডের মেশিন উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র-গুলি ও ডাকাতি সরঞ্জামসহ জিয়াবুল হক ও মোহাম্মদ সাকিব নামের দুজনকে আটক করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদে তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। তারা জানায়, অপরাধ কাজে ব্যবহার করার জন্য অস্ত্র-শস্ত্র নিজ হেফাজতে রেখেছে।
ওসি জানান, আটক জিয়াবুলের নামে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতির প্রস্তুতি এবং চুরি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।
ডিজে