চট্টগ্রামের চন্দনাইশে রেলস্টেশনে প্লাটফর্মের সঙ্গে চাপ লেগে থেঁতলে গেছে এক যাত্রীর পা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-দোহাজারী স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। তবে আহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারগামী ‘সৈকত এক্সপ্রেস’ ট্রেনটি সকাল সাড়ে ৭টার দিকে দোহাজারী স্টেশনে পৌঁছায়। এ সময় এক যাত্রী ট্রেনের দরজায় পা ঝুলিয়ে বসেছিলেন। পটিয়া স্টেশন অতিক্রম করার পর সাতকানিয়ার দায়িত্বরত মাস্টার তাকে দুর্ঘটনার বিষয়ে সতর্ক করলেও তিনি মাস্টারের ওপর ক্ষেপে যান।
পরে ট্রেনটি দোহাজারী অতিক্রম করার সময় প্লাটফর্মের সঙ্গে চাপ লেগে ওই যাত্রীর পা থেঁতলে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী। তিনি জানান, আহত যাত্রীর সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ডিজে