স্ত্রীকে খুন করে স্বামী ঝুলছিল ফ্যানে, পেছনে ৮ মাসের মেয়ে হতবিহ্বল

চট্টগ্রামের কর্ণফুলীতে এক মর্মান্তিক ঘটনায় স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা ও পরবর্তীতে স্বামীর আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ রেশমা আক্তার রুমা (১৮) ও তার স্বামী ইব্রাহীম (২০) দুই বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন। তারা পিছনে রেখে গেছেন ৮ মাসের এক কন্যা সন্তানকে।

মঙ্গলবার সন্ধ্যায় কর্ণফুলীর চরপাথরঘাটা (৭ নম্বর ওয়ার্ড) ডায়মন্ড এলাকার নুর হোসেনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টাকারী ইব্রাহীমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে রুমার ফুফু পেয়ারা বেগম চাকরি থেকে ফিরে দেখেন তাদের বাসার দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে উপরের টিনের চাল ভেঙে ভেতরে প্রবেশ করে তিনি চোখে পড়া দৃশ্যে স্তব্ধ হয়ে যান।

তিনি দেখেন, ইব্রাহীম সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে এবং পাশেই গলাকাটা দেহ পড়ে আছে তার ভাতিজি রুমার দেহ। পাশেই পড়ে ছিল রক্তাক্ত একটি বটি।

পেয়ারা বেগম জানান, তার ভাতিজি ও জামাই ১৩ দিন আগে তাদের ৮ মাসের মেয়ে জান্নাতকে নিয়ে বেড়াতে আসেন। গত দুই সপ্তাহ আগে তিনি তাদের মধ্যে কোনো কলহ বা ঝগড়া দেখেননি। যে কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ নিশ্চিত করেন যে, ঘটনাস্থল থেকে নারীর লাশ উদ্ধার ও স্বামী ইব্রাহীমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় ব্যবহৃত অস্ত্র বটি জব্দ করা হয়েছে।

চরপাথরঘাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার সাইদুল হক ইতিমধ্যে এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। নিহত রুমার পৈতৃক বাড়ি নোয়াখালীর মাইজদী এলাকায়। আর ইব্রাহীমের বাড়ি সিলেটে। বিয়ের পর থেকে তারা ঢাকায় থাকতেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm