বাঁকখালী নদীতে উচ্ছেদ অভিযানে হামলায় মাথা ফাটলো এক পুলিশ সদস্যের, আটক ৩

কক্সবাজারের বাঁকখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলার শিকার হয়েছে পুলিশ সদস্যরা। এ সময় দুর্বৃত্তদের ইট-পাটকেলের আঘাতে এক পুলিশ সদস্যের মাথা ফেটে গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় কক্সবাজারের কস্তরাঘাট এলাকায় ৫ দিনের উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মো. করিম। তিনি কক্সবাজার থানায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।

জানা গেছে, কক্সবাজারের কস্তুরাঘাট এলাকায় সেনাবাহিনীর উপস্থিতিতে পাঁচদিনের উচ্ছেদ অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী। প্রথম দিন সোমবার বেলা ১১টা থেকে কস্তুরাঘাট এলাকার প্রায় ২০০টি পাকা, আধাপাকা ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।

মঙ্গলবার অভিযানের দ্বিতীয় দিনে সকাল ১০টার দিকে যৌথবাহিনী কস্তুরাঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যায়। সেখানে প্রথমে লোক জড়ো করে খতিয়ানভুক্ত জায়গা জোর করে উচ্ছেদ করা হচ্ছে বলে বিক্ষোভ করা হয়। পরে সকাল ১১টায় বাঁকখালী সেতুর পাশের এলাকায় উচ্ছেদ অভিযানে গেলে বিক্ষোভকারীরা জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ-র‍্যাব, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। সেই ইটের আঘাতে কক্সবাজার থানার কনস্টেবল মো. করিম আহত হন। আহত পুলিশ সদস্য কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করে পুলিশ। এরপরই দুপুর ১২টার দিকে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করে যৌথ বাহিনী।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী বলেন, যৌথ বাহিনীর পাঁচদিনের বাঁকখালী নদীর পার্শ্ববর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় এক পুলিশ সদস্য আহত হন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm