কক্সবাজারের রামুতে প্রায় সাড়ে তিন কোটি টাকার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনার পাড়া সাকিনের নতুন কবরস্থানের দক্ষিণ পাশে পাঞ্জেগানা টু সোনাইছড়ি রাস্তার ওপর এ অভিযান চালানো হয়।
আটক যুবকের নাম আবু তাহের (২৫)। তিনি উখিয়ার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের সুলতান আহমদের ছেলে। তার কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিওিতে এ অভিযান চালানো হয়। উখিয়া থেকে রামু সেনা ক্যান্টনমেন্টের রাস্তা দিয়ে বিপুল পরিমাণ ইয়াবাপাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হবে বলে খবর পাই। এরপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আবু তাহেরের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় বলে জানান ওসি।
ডিজে