পটিয়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

চট্রগ্রামের পটিয়ায় সাপের কামড়ে ফেরদৌস বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহত ফেরদৌস বেগম (৩৫) উপজেলার বড়লিয়া ইউনিয়নের বেলখাইন গ্রামের শুক্কুর হাজীর বাড়ির মোহাম্মদ রাসেলের স্ত্রী। তিনি এক সন্তানের জননী।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গৃহস্থালীর কাজ করতে গিয়ে সাপে কাটে ফেরদৌস বেগমকে। দ্রুত তিনি সাপে কামর বিষয়টি বুঝতে পারেননি, ভেবেছিলেন তাকে অন্য কোনো পোকাকামড় দিয়েছে। সাপে কাটার বিষয়টি শুরুতে বুঝতে না পেরে তিনি চুপ ছিলেন এবং তার গৃহস্থালী কাজ করতে থাকেন। কিছুক্ষন পর বমি শুরু হলে স্বজনেরা বিষয়টি আঁচ করতে পেরে পটিয়া মেডিকেল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সামিহা রওশন বলেন, মঙ্গলবার দুপুর ২টার দিকে সাপে কাটার এক রোগীকে নিয়ে আসলে আমরা ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি নিই। তবে এর আগেই রোগীর মৃত্যু হয়।

এএইচ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm