ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু, হুইসেল দেওয়ার পরও বসে ছিলেন রেললাইনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনে বসে থাকা এক যুবক ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। ট্রেন কয়েকবার হুইসেল দিলেও শোনেননি তিনি। এমনকি আশপাশের লোকজন তাকে সরে যাওয়ার জন্য চিৎকার করলেও তিনি বসে ছিলেন। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার কুমিরা স্টেশন এলাকায় চট্টগ্রামমুখি রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। ‘মহানগর প্রভাতী’ ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন।

নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানা গেছে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আশরাফ ছিদ্দিক জানান, রেললাইনের ওপর বসে ছিলেন ওই ব্যক্তি। এ সময় মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন তিনবার হুইসেল দেয়। কিন্তু ওই ব্যক্তি শুনতে পাননি। দূর থেকে স্টেশন মাস্টার ও লোকজন তাকে সরে যাওয়ার জন্য চিৎকার করলেও লাভ হয়নি। পরে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি বলেন, পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান আশরাফ ছিদ্দিক।

ডিজে

ksrm