চট্টগ্রাম নগরীর ইপিজেডে কারখানা বন্ধ ঘোষণা ও মামলার হুমকির কারণে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২০ জন। শ্রমিকদের দাবি, বাইরের লোক এনে শ্রমিকদের ওপর মারধর করেছে মালিক পক্ষ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে প্যাসিফিক জিন্স লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ‘এনএইচটি ফ্যাশনস’ কারখানার সামনে এ সংঘর্ষ ঘটে।
জানা গেছে, প্যাসিফিক জিন্স গ্রুপের ৬টি কারখানা সম্প্রতি বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ করেন।এসময় শ্রমিকদের বিরুদ্ধে মামলা হুমকি দেওয়ায়, শ্রমিক ও মালিকপক্ষে মধ্যে কয়েকদিন ধরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে প্রায় ২০০ শ্রমিক কারখানার ফটকের সামনে বিক্ষোভ শুরু করে। অন্যদের ভেতরে প্রবেশে বাধা দেয়। এর পরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুস সোবহান বলেন, প্যাসিফিক জিন্স কর্তৃপক্ষ পুরনো ভবন সংস্কারের জন্য একদল শ্রমিককে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। সম্প্রতি পুলিশ কয়েকজন শ্রমিককে ডেকে গত জানুয়ারিতে ইপিজেডের এক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয় এবং অন্যরাও তাদের সঙ্গে বিক্ষোভে অংশ নেয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত। তবে সব কারখানার উৎপাদন এখনো বন্ধ রয়েছে।
শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, প্যাসিফিক জিন্স হঠাৎ শ্রমিকদের এক পক্ষের বিক্ষোভকে কেন্দ্র করে আরেক পক্ষের সঙ্গে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আরএ/ডিজে