চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকার একটি আবাসিক হোটেল থেকে সঞ্জয় ভঞ্জ জিতু নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক।
শুক্রবার (১৬ মে) রাত ৯টায় সদরঘাট এলাকার মুন স্টার নামে একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের বিদগ্রাম এলাকার ভঞ্জ বাড়ির বাসিন্দা।
সঞ্জয় ভঞ্জের বিরুদ্ধে হত্যা, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। এর আগে তিনি কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
সদরঘাট থানার ওসি আব্দুর রহিম জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার তথ্য যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।