টেকনাফে মাটিবোঝাই ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা জেলে নিহত

কক্সবাজারের টেকনাফ হাইওয়ে সড়কে মাটিবোঝাই  ডাম্পার গাড়ির ধাক্কায় মাছ ধরতে যাওয়া এক রোহিঙ্গা জেলে নিহত হয়েছেন।

নিহত জেলে হলেন টেকনাফের হ্নীলা রোহিঙ্গা ক্যাম্পে ২৪ ডি ব্লকের মৃত আব্দু সাত্তারের ছেলে নুরুল ইসলাম (৫০)।

শনিবার (১৭ মে) সকাল ১১টার দিকে টেকনাফের হ্নীলা লেদা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আবু তাহের নামে এক ব্যক্তি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আবু তাহের বলেন, শনিবার সকালে দ্রুতগতির মাটিবোঝাই একটি ডাম্পার গাড়ি লেদা টাওয়ার এলাকা দিয়ে টেকনাফের দিকে যাচ্ছিল। এ সময় ঝাঁকি জাল নিয়ে নাফনদীতে মাছ শিকারে যাওয়ার পথেই নুরুল ইসলাম নামে এক রোহিঙ্গা জেলেকে ধাক্কা দেয় গাড়িটি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে আত্মীয়দের খবর দিলে তারা এসে মরদেহটি নিয়ে যান।

এ ব্যাপারে টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এসআই শামসুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm