ফয়’স লেকে চিড়িয়াখানার ছাদ ও দেয়াল ধসে ৫ শ্রমিক আহত

চট্টগ্রাম নগরীর খুলশীর ফয়’স লেক এলাকার চিড়িয়াখানায় নির্মাণাধীন ছাদ ও দেয়াল ধসে ৫ শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—মো. আরমান (৩০), মো. হৃদয় (২০), মো. রাকিব (১৯), মো. সোহেল (২৬) ও রনি হাওলাদার (২৭)।

চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, রাতে চিড়িয়াখানার প্রধান গেটের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ছাদ ধসে পড়ে। ছাদটি পাশের একটি দেয়ালে ধাক্কা দিলে সেটিও ধসে পড়লে পাঁচ শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। প্রাথমিক ধারণা মতে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকার মতো হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm