চকরিয়ায় সিএনজি ও ট্রাকের সংঘর্ষে ২ যাত্রী নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর-সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও ৩ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুরাজপুর ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটেছে। এসময় সিএনজি গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। ঘটনাস্থল থেকে হতাহত সবাইকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন—চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকার মৃত আফজল আহমদ এর ছেলে শহিদুল ইসলাম (৩০) ও পূর্ববড় ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিয়ারচর এলাকার ফৌজুুমিয়াজি বাড়ির মৃত কফিল উদ্দিনের ছেলে মোহাম্মদ কাইছার (৩৫)।

চকরিয়া থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লামা উপজেলা পরিষদ থেকে যাত্রী নিয়ে চকরিয়া ফিরছিলেন সিএনজি গাড়িটি। রাত সাড়ে ১১টার কাছাকাছি সময়ে সিএনজি গাড়িটি উপজেলার সুরাজপুর ব্রিজের পুর্বপাশের এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ঘটনাস্থলে সিএনজি গাড়িটি দুমড়েমুচড়ে যায়। গাড়িতে থাকা দুই যাত্রী নিহত ও চালকসহ অপরাপর যাত্রীরা আহত হন।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm