চট্টগ্রামে লোহার ডিপোতে বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ, পুড়ে গেছে শ্বাসনালী

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে একটি লোহার ডিপোতে হাইড্রোলিক বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ৮ জন। এদের সবার শ্বাসনালী পুড়ে গেছে।

চট্টগ্রামে লোহার ডিপোতে বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ, পুড়ে গেছে শ্বাসনালী 1

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় এলাকার সাগরিকা রোডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।

দগ্ধরা হলেন—মো. আব্দুল কাদের (৬০), মো আবুল কাসেম (৬০), মেইন কন্ট্রাক্টর মো. করিম (২৯), আব্দুল জলিল ৫৫, আবুল বশর খান (৬০), জামাল হোসেন (৩৮), মো. রাসেল (২৮) ও মো. বাহার উদ্দিন (৪৫)।

ডিপোটি দুলাল সওদাগর নামে এক ব্যক্তির। তার কাছে রফিক, জামালসহ আরও এক ব্যক্তি মিলে এটি ভাড়া নেন।

ডিপোর পার্শ্ববর্তী দোকানদার সায়েম জানান, সন্ধ্যা ৬টায় দিকে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনে ডিপোতে গিয়ে দেখেন, দগ্ধ শ্রমিকরা কাতরাচ্ছেন। তারপর তারা দগ্ধদের চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ ফাড়ি ইনচার্জ নূরুল আলম আশেক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, লোহার ডিপোতে হাইড্রোলিক বিস্ফোরণ হয়ে ৮ জন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেলে ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিটের সহকার রেজিস্ট্রার ডা. মোহাম্মদ রাশেদুন নবী চট্টগ্রাম প্রতিদিনকে জানান, আহতদের প্রায় ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। অবস্থা সবারই আশঙ্কাজনক। তবে আবুল বশর খান নামে একজনের ৮৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা গুরুতর।

আবুল বশর খানের আইসিইউ সাপোর্ট লাগতে পারে বলে জানান ডা. রাশেদুন নবী।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm