নোবিপ্রবি ভিসি’র সঙ্গে লোহাগাড়া প্রেস ক্লাবের মতবিনিময়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইলের সঙ্গে লোহাগাড়ায় কর্মরত সংবাদকর্মীদের সংগঠন লোহাগাড়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্টেশনের অভিজাত রেস্টুরেন্ট হালাল ডাইন হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া প্রেস ক্লাব সদস্য সাত্তার সিকদারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল।

বিশেষ অতিথি ছিলেন বাপেক্স,পেট্রো বাংলার ডিজিএম প্রকৌশলী মো. আবুল কাসেম, রিয়েল কর্পোরেশনের জোনাল ম্যানেজার ও কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি হারুনুর রশিদ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেস ক্লাব সদস্য অধ্যাপক আবদুল খালেক। শুভেচ্ছা বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাইছার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, অর্থ সম্পাদক মোজাহিদ হোসাইন সাগর, দপ্তর সম্পাদক মোক্তার হোসেন, প্রচার সম্পাদক এম এহতেশামুল হক রাব্বি, কার্যনির্বাহী কমিটির সদস্য রায়হান সিকদার, আবুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন রশিদী, আবদুল ওয়াহাব, আতাউর রহমান মাসুদ,মোসাদ্দেক হোসেন, মো. ইউসুফ ও ফরহাদ ইবনে হাসেম।

নোবিপ্রবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল বলেন, সংবাদকর্মীদের বস্তুনিষ্ট লিখনী দিয়ে দেশের উন্নয়ন, সম্ভাবনা, অগ্রযাত্রা, অসংগতি তুলে ধরার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখছে। দেশের যে কোনো দুর্যোগের সময় নিজেদের জীবন বাজি রেখে সংবাদকর্মীরা এগিয়ে আসে। করোনার মহামারী সময় থেকে আজ পর্যন্ত লোহাগাড়ার সংবাদকর্মীদের সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ নিশ্চয়ই প্রসংসনীয় কর্মকাণ্ড।

তিনি আরও বলেন, আমাদের এই লোহাগাড়ার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে শিক্ষাবিদদের পাশাপাশি সংবাদকর্মীদের ভূমিকা অপরিসীম। লোহাগাড়ায় কারিগরি শিক্ষায় মনোনিবেশ করতে অবহিত, বঞ্চিত এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে কজ করার জন্য লোহাগাড়া প্রেসক্লাব সদস্যদের আহ্বান জানান তিনি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm