ইংরেজিমাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ (আইএইচএসবি) চট্টগ্রাম শাখার ছয় শিক্ষার্থীসহ মোট ২৫ জন শিক্ষার্থী মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের হ্যান্ডসবিলে অবস্থিত নাসা মার্শাল স্পেস ফ্লাইট সেন্টার পরিচালিত ‘নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ’ (এইচইআরসি) প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গেছেন।
গত ৪ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রে যাত্রাকালে তাদের সফরসঙ্গী হয়েছেন চারজন শিক্ষকও।
‘নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ’ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রকৌশল প্রতিযোগিতা— যা একদল দক্ষ প্রতিভাবান মানুষের দ্বারা পরিচালিত। তাদের লক্ষ্য চাঁদ ও মঙ্গল গ্রহ জয় করার জন্য হিউম্যান রোভার ডিজাইন তৈরি ও পরীক্ষা করা। এই প্রতিযোগিতায় শুধুমাত্র সেরারাই ফাইনালে ওঠে, যারা মহাকাশ অনুসন্ধানের ভবিষ্যৎ উদ্ভাবন নিয়ে প্রতিযোগিতা করে।
হাজার হাজার বৈশ্বিক আবেদনকারীর মধ্য থেকে চলতি বছরের এই প্রতিযোগিতার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চলতি বছর শুধুমাত্র ৭৫টি দলকে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ইন্টারন্যাশনাল হোপ স্কুল একমাত্র দল যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।
সফরকালে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের আলাবামার ইউএস স্পেস অ্যান্ড রকেট সেন্টারসহ নিউইয়র্কের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবে। স্কুলের চট্টগ্রাম শাখা থেকে নির্বাচিত শিক্ষার্থীরা হলেন— তাকবীর আহমেদ, আধাম খান, রাজিন বৃন্ত, ফাইকা তাসনিম চৌধুরী, তাজরিয়ান আহমেদ ও সাফাকাত চৌধুরী।
প্রতিনিধিদলটি আগামী ১৬ এপ্রিল দেশে ফিরবে বলে আশা করা যাচ্ছে।