পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে পুড়ে গেছে ৫ বসতঘর।

সোমবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের আকবরপাড়া এলাকায় বাবুল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ ঘরের এক পাশে আগুন দেখা দিলে তা নিয়ন্ত্রণে আনার আগেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন—নুরুল আবছার, নুরুল ইসলাম, নুরুল হাকিম, ইয়ার মোহাম্মদ ও ফৌজুল কবির।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাজেশ বড়ুয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং পাশের দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm