পটিয়ায় জামায়াতের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প

চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লিয়া ইউনিয়নের উদ্যোগে এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ফরিদুল আলমের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্প শুরু হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বড়লিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি হুমায়ুন কবির। উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির চেয়ারম্যান ও চট্টগ্রাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ট্রাস্টি সদস্য ডা. মোহাম্মদ ফরিদুল আলম।

ক্যাম্পে হৃদরোগ, মেডিসিন, শিশু, প্রসূতি ও স্ত্রীরোগ এবং চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে সেবা দেন। আশপাশের গ্রামের শত শত নারী-পুরুষ ও শিশু সকাল থেকে ভিড় জমায়। অনেকেই দীর্ঘদিনের চিকিৎসা সমস্যার সমাধান পান বিশেষজ্ঞদের পরামর্শে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ জসীম উদ্দিন, নায়েবে আমীর সাদেক হোসেন, সেক্রেটারি আনোয়ার হোসেন, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি গাজী মুহাম্মদ ইকবালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে ডা. ফরিদুল আলম বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শের আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কল্যাণে আমরা সবসময় জনগণের পাশে আছি। এ ধারা অব্যাহত রেখে বাংলাদেশে একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।’

তিনি আরও জানান, ভবিষ্যতে পটিয়ার বিভিন্ন ইউনিয়নে এ ধরণের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প আয়োজন অব্যাহত থাকবে, যাতে সাধারণ মানুষ ঘরে বসেই বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm