চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা পারিয়ালপাড়ায় প্রতিবছরের মতো এবারও ক্ষেত্রপাল বিগ্রহ পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দু’দিনের বিভিন্ন ধর্মীয় কর্মসূচি গ্রহণ করেছে সর্বজনীন ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির পরিচালনা কমিটি। পূজা, বলিদান, ভোগ, মহাপ্রসাদ বিতরণ ও সঙ্গীতানুষ্ঠানসহ রয়েছে নানা আয়োজন।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৩ এপ্রিল (রোববার) বিকাল ৩টায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধন, বিকাল ৪টায় গীতাপাঠ, বিকাল ৫টায় ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, সন্ধ্যা ৭টায় সন্ধ্যারতি, রাত ৯টায় ক্ষেত্রপাল বিগ্রহ উত্তোলন ও শুভ মাঙ্গলিক অনুষ্ঠান, রাত সাড়ে ৯টায় কার্যকরী পরিষদের সভা এবং রাত ১০ টায় মহাপ্রসাদ বিতরণ।
পরদিন ১৪ এপ্রিল (সোমবার) সকাল ৬টায় চণ্ডীপাঠ, সকাল ৭টায় পূজা গ্রহণ, বেলা ১২টায় ক্ষেত্রপাল বিগ্রহের পূজা আরম্ভ, দুপুর ১টায় ভোগ ও মহাপ্রসাদ বিতরণ, দুপুর ২টায় বলিদান এবং ৩টায় পূজা বিতরণ ও নিলাম অনুষ্ঠান।
অনুষ্ঠানে ভক্তদের সার্বিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী জয়দীপ রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক অসীম পারিয়াল।
চট্টগ্রাম শহরে থেকে অটোরিকশায় অথবা কাপ্তাই রাস্তার মাথা থেকে লোকালে জনপ্রতি ২০ টাকা ভাড়ায় বরিয়াখালী গেইট। এরপর অটোরিকশা বা রিকশায় ২০ টাকা ভাড়ায় কেরানিহাট। সেখান থেকে একটু এগোলেই পারিয়ালপাড়া। এছাড়া বরিয়াখালী গেইট নেমে ৩০ মিনিট হাঁটলেই পারিয়ালপাড়ার শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির।