চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের ‘সেঞ্চুরি’ পার করেছে। এছাড়া সদরঘাটের সিটি কর্পোরেশন মেমন হাসপাতালে আরেকটি আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিসের প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, শেভরন ডায়াগনস্টিক সেন্টার, এভারকেয়ার হাসপাতালসহ জেলার বিভিন্ন ল্যাব থেকে ১৯৩টি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ আসে।
সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১২ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৬ জন।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য বিভাগ জানায়, বর্তমানে শনাক্তদের মধ্যে বেশ কয়েকজন বাসায় আইসোলেশনে রয়েছেন এবং হালকা উপসর্গ দেখা যাচ্ছে। তবে বৃদ্ধ ও শ্বাসকষ্টজনিত জটিলতায় আক্রান্ত রোগীদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনসাধারণকে মাস্ক পরা, হাত ধোয়া এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়ায় সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে (মেমন হাসপাতাল-২) ১৫ শয্যার করোনা আইসোলেশন সেন্টার ও রেপিড এন্টিজেন টেস্ট কেন্দ্র চালু করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে করোনা আইসোলেশন সেন্টার ও রেপিড এন্টিজেন টেস্ট কেন্দ্রের উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
এ সময় মেয়র বলেন, হাসপাতালের তৃতীয় তলায় করা আইসোলেশন সেন্টারে ১০টি পুরুষ এবং ৫টি নারী শয্যা রাখা হয়েছে। ভবিষ্যতে শয্যার সংখ্যা ২০-এ উন্নীত করা হবে।
মেয়র আরও বলেন, এ সেন্টারে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার, চিকিৎসক, নার্স এবং সাপোর্ট স্টাফ নিয়োজিত রয়েছে। রোগীদের জন্য তাৎক্ষণিক র্যাপিড এন্টিজেন টেস্ট ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করতে হবে এবং প্রয়োজনে আইসোলেশনে আসতে হবে।
জেজে/ডিজে